কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

পরিবেশ রক্ষায় গাছ লাগানো প্রয়োজন : জেলা প্রশাসক

জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর বলেছেন, সকল গাছ সকল সময় লাগানো ঠিক না। গাছ লাগালে হবে না, এর পরিচর্যা করতে হবে। ফল ও ওষুধি গাছ লাগানো প্রয়োজন। জেলা প্রশাসনের উদ্যোগে গোমতী নদী পাড়ে বনায়নের পরিকল্পনা রয়েছে।

পাখির নিরাপত্তার জন্য গাছ লাগানো প্রয়োজন। সর্বোপরি পরিবেশ রক্ষায় অধিক হারে গাছ লাগানো প্রয়োজন। কুমিল্লায় ‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি এ কর্মশালার উদ্বোধন করেন।

গতকাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন এ ইনস্টিটিউটের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্যা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক দিলীপ কুমার অধিকারী, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আসাদুজ্জামান। শেখ হাসিনার বাংলাদেশ/পরিচ্ছন্ন পরিবেশ- এ স্লোগানকে ধারণ করে কর্মশালার সমন্বয়ক ও বিএফআরআই এর পাবলিসিটি অফিসার এম জহিরুল আলমের সঞ্চালনায় এ কর্মশালায় প্রযুক্তি সমূহ ভিডিও প্রদর্শনের মাধ্যমে উপস্থাপন করেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় বন কর্মকর্তা ডা. মো: মাহাবুবুর রহমান ও সিনিয়র রিসার্চ অফিসার মো: রওশন আলী।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, জেলা শিক্ষা অফিসার মো: আব্দুল মজিদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আবদুল লতিফ, পরিবেশ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক মো: ছামছুল আলমসহ কুমিল্লা জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান

যেমন বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, জেলা চেম্বার, মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিল, কাঠ ব্যবসায়ী, নার্সারি, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন