কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

বাজেট বাস্তবায়নে ৪১ সালের লক্ষ্য অর্জন করা হবে

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সংসদে প্রস্তাবিত ২০১৮-১৯ সালের বাজেট আমরা বাস্তবায়ন করব। এর মাধ্যমে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জন করা হবে।

শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দত্তপুরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি একথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চ্যালেঞ্জ যত বড় হবে, সেটাকে অতিক্রম করে সামনে যাওয়াটাই সফলতা। লক্ষ্যে পৌঁছতে হলে যত বাধাই আসুক, সেটি অতিক্রম করতেই হবে।’

কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইসমাইল হোসেন, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনেয়ারা বেগম, কুমিল্লা পুলিশ সুপার শাহ আবিদ হেসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার প্রমুখ।

এ সময় কুমিল্লা জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রূপালী মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার শেফালী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা জাহান উপমা, সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় ১১ একর জমির ওপর এ কমপ্লেক্স নির্মিত হলে আড়াই হাজার তরুণ-তরুণী আইটি/টিইএস বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপনের আওতায় এটি স্থাপিত হচ্ছে। দেশের মোট ১২টি জেলায় এই পার্ক স্থাপন করা হবে।

আরও পড়ুন