কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

কুমিল্লার তিন ফ্রিল্যান্সারকে বিশেষ সম্মাননা

নুরে আলম জেবিনের হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: নতুন কুমিল্লা

ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। প্রতিদিন ১ কোটিরও বেশি টাকা আয় করছেন বাংলাদেশি ফ্রিল্যান্সাররা। এ খাতে নতুন প্রজন্মকে সংশ্লিষ্ট করার জন্য নানা উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

তারই ধারাবাহিকতায় কুমিল্লার সেরা তিন ফ্রিল্যান্সারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন, গ্রাফিক্স ডিজাইনার নূরে আলম জেবিন ,ইন্টারনেট মার্কেটার রনি জাহিদ , ডিজিটাল মার্কেটার কৌশিক চন্দ্র ।

ইন্টারনেট মার্কেটার রনি জাহিদের হাতে ল্যাপটপ তুলে দিচ্ছে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।

৯ জুন শনিবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলার অনুষ্ঠিত হয়।

মেলা শেষে কুমিল্লার সেরা তিন ফ্রিল্যান্সাকে একটি করে ল্যাপটপ উপহার দেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর,লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইসমাইল হোসেন, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনেয়ারা বেগম, পুলিশ সুপার মো: শাহ আবিদ হেসেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সারওযার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সম্মাননা পাওয়া নুরে আলম জেবিন বিভিন্ন মার্কেট প্লেসে গ্রাফিক্স ডিজাইনা নিয়ে ৬ বছর ধরে কাজ করছেন, রনি জাহিদ ইন্টারনেট মার্কেটার হিসেবে ৯ বছর ধরে কাজ করছেন, কৌশিক চন্দ্র ডিজিটাল মার্কেটার হিসেবে ৮ বছর ধরে কাজ করছেন। এ ছাড়া রনি জাহিদ ও নুরে আলম জেবিন বেসিস এওয়ার্ড প্রাপ্ত।

(নতুন কুমিল্লা/জেপি/এমএইচ/জুন ১১, ২০১৮)

আরও পড়ুন