কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

বঙ্গবন্ধুর আত্মজীবনীর বই ‘ছুঁড়ে ফেলায়’ দুইজনের বিরুদ্ধে মামলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীমূলক বই ও শেখ রাসেল স্মারক গ্রন্থ ছুঁড়ে ফেলে দেয়ার অভিযাগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজলার এক স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট সুলতান সোহাগ উদ্দিনের আদালত মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাসুদুর রহমান মামলাটি দায়ের করেন।

বিচারক মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের এ.সি হাই একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু ও পরিচালনা পরিষদের সভাপতি শেখ হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার আর্জিতে বলা হয়, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের উদ্যাগে সরাইল উপজলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীমূলক বই ও শেখ রাসেল স্মারক গ্রন্থ বিনামূল্যে বিতরণ করা হয়।

এ কার্যক্রমের অংশ হিসেবে গত ১ জুলাই সকাল সাড় ১০টায় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সরাইল উপজেলা কমিটির সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী ওই দুটি বই চুন্টা গ্রামের এ.সি হাই একাডমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু ও সভাপতি শেখ হাবিবুর রহমানের হাতে তুলে দেন।

আর্জিতে আরো বলা হয়, নান্নু ও হাবিবুর বই দুটি গ্রহণ করে তাতে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের ছবি দেখে ক্ষিপ্ত হয়ে বই দুটি স্কুলের মাঠে ছুঁড়ে ফেলে দেন। এ সময় তারা বঙ্গবন্ধু ও প্রধানমমন্ত্রী শেখ হাসিনার নামে অশালীন মন্তব্য করেন।

মামলার বাদী পক্ষর আইনজীবী আশরাফ উদ্দিন সাংবাদিকদের বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

(নতুন কুমিল্লা/এমএ/০৫ জুলাই ২০১৮)

আরও পড়ুন