কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাদ থেকে পড়ে শ্রমিক আহত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নির্মাণাধীন হলের কাজ করার সময় চার তালা থেকে পরে একজন শ্রমিক ঘোরতর আহত হয়েছেন। রবিবার (২ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের সম্প্রসারিত অংশের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের সম্প্রসারিত অংশের কাজ করছিলেন তিনি। কাজ চলাকালীন সময় বিকাল ৪ টার দিকে অসাবধানতার কারণে চার তলার ছাদ থেকে নীচে পড়ে যান। মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ পাঠায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্মকর্তা মোঃ আলী হাসান নেওয়াজ বলেন,’আহত শ্রমিকের অবস্থা খুব ঘোরতর। চারতালা থেকে পরে যেয়ে মাথায় আঘাত পেয়েছে সে। বর্তমানে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি মাত্র শুনেছি। আহত শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে।’

উল্লেখ্য, এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন