কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সংগঠক আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান আখন্দের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বাদ আসর তাঁর বাসভবন নগরীর অশোকতলা এলাকার স্মরণিকা বাসভবনে এ কুলখানি অনুষ্ঠিত হয়। এসময় দোয়া পরিচালনা করেন কুমিল্লা বিসিক মসজিদের ইমাম মাওলানা তারিকুল ইসলাম। দোয়া অনুষ্ঠানে তাঁর শুভাকাঙ্ক্ষী ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি প্রয়াত হন।
উল্লেখ্য-১৯৫৩ সালের ২৩ ফেব্রুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবাওে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা দলিল উদ্দিন আখন্দ ছিলেন পুলিশ কর্মকর্তা, মা রওশন আরা আখন্দ গৃহিণী। তাঁরা সাত ভাই-বোন। তিনি দুই মেয়ে সন্তানের জনক। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর ভারত থেকে ফিশারিজের ওপর ডিপ্লোমা করেন তিনি।
আনিসুর রহমান আখন্দ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সুশাসনের জন্য নাগরিক কুমিলা মহানগরের সভাপতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী সদস্য, রোটারি ক্লাব অব ময়নামতির সেকেন্ড প্রেসিডেন্ট, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতির দায়িত্বে ছিলেন।
এছাড়া ফয়জুন্নেছা ফাউন্ডেশন ও নাটাবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কুমিল্লায় ব্রয়লার মুরগির ব্যবসা স¤প্রসারণ, লেয়ার মুরগির ডিম ও স্থানীয় পর্যায়ে মাছের রেণু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।



