লাকসাম পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের ৯০ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। লাকসাম পৌরসভার পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষনা করেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৯০ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৯০৭ টাকা।
ব্যয় ধরা হয়েছে ৮৯ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৫ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৭৩ কোটি ১১ লাখ ৪০ হাজার টাকা।
উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকা। এবারের বাজেটে সর্বোচ্চ ৩০ কোটি টাকা রাস্তাঘাট অবকাঠামো নির্মান খাত, পানি নিস্কাসন ও জলবদ্ধতা নিরসনকল্পে ১১কোটি টাকা, পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ৭ কোটি ৭০ লাখ বরাদ্দ দেয়া হয়েছে।
বুধবার পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম প্রেস ক্লাবের সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েস, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন, প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু,
গোলাম কিবরিয়া সুমন, খলিলুর রহমান, শাহজাহান মজুমদার, মোহাম্মদ উল্লাহ, ওমর মিয়া, সালমা আক্তার সুমি, নাসিমা আক্তার, মোসফিকা আলম মিতা, নির্বাহী প্রকৌশলী এ কে এম গোলাম মহিউদ্দিন, হিসাব রক্ষন কর্মকর্তা আক্তার হোসেন, প্রধান সহকারী আবুল খায়ের, ক্যাশিয়ার আবুল খায়ের প্রমুখ।
মেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, লাকসাম পৌরসভায় দাতা সংস্থা এডিবি, ওএফআইডি এর সহায়তাপুষ্ট ইউজিআইআইপি’-৩ প্রকল্পের আওতায় হওয়ায় শর্তানুযায়ী করের আওতা ও পরিমান বৃদ্ধি চলমান রয়েছে। তবে পৌর নাগরিকদের সাথে আলোচনা করেই কর নির্ধারন চুড়ান্ত করা হবে। পৌরসভার বাজেট বাস্তবায়ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরবাসীকে সময়মত কর পরিশোধের আহবান জানান।





