কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

চান্দিনায় স্কুল ছাত্র হত্যার অভিযোগে মামলা

চান্দিনা স্কুল ছাত্র শিশু সুমনের রহস্য জনক মৃত্যুতে হত্যার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন নিহতের মা আকলিমা আক্তার। গত ২৩ মে কুমিল্লা বিজ্ঞ আদালতে দায়ের করা মামলায় নিহতের সৎ মা ও পিতা সহ ৪জনের নাম উল্লেখ করে ৯জনকে আসামী করা হয়।

আকলিমা আক্তার জানান, উপজেলার মহিচাইল ইউনিয়নের জোর পুকুরিয়া গ্রামের পুলিশ সদস্য আবুল কাশেম প্রায় ১৩ বছর আগে আকলিমা আক্তারকে দ্বিতীয় বিবাহ করেন। দাম্পত্য জীবনে তাদের কাজেমুল হাসান সুমন (১১) ও কায়কোবাদ হাসান সায়মুন (৯) নামে দুই সন্তান রয়েছে।

প্রায় দুই বছর পূর্বে আবুল কালাম ও আকলিমা আক্তারের মধ্যে বিবাহ বিচ্ছেদ হলে আবুল কাশেম তার দ্বিতীয় সংসারের দুই ছেলেকে নিজের কাছে রেখে দ্বিতীয় স্ত্রীকে তার পিত্রালয়ে পাঠিয়ে দেন। বড় ছেলে সুমন স্থানীয় একটি কিন্ডার গার্টেনে পঞ্চম শ্রেণীতে এবং ছোট ছেলে সায়মুন একই স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ালেখা করছিল।

গত ১৭ মে (মঙ্গলবার) সুমন ও সায়মন স্কুল থেকে বাড়ি ফেরার পর খাওয়া-দাওয়া শেষ হলে সুমনকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও কপালে এলোপাথারী আঘাত করে হত্যা করে। পরে তরিঘরি করে সুমনের মরদেহ কবর দেয় তারা।

এদিকে নিহত সুমন হত্যার অভিযোগে তার মায়ের দায়ের করা মামলাটি তদন্তের জন্য পিবিআই’কে দেয় বিজ্ঞ আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা পিবিআই’র ইন্সপেক্টর ইকতিয়ার উদ্দিন জানান, বিজ্ঞ আদালতের আদেশে মামলাটি তদন্ত করার জন্য আমাদের কাছে এসেছে। আমরা ঘটনাস্থলে গিয়েছে তদন্ত কাছে এখনও শেষ হয়নি। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।

আরও পড়ুন