কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

চান্দিনায় ৯৯ হাজার টাকার জাল নোটসহ নারী আটক

জাল নোটসহ পুলিশের হাতে আটক ফেরদৌসী বেগম। ছবি: নতুন কুমিল্লা

চান্দিনা ইসলামী ব্যাংক থেকে ৯৯ হাজার টাকার জাল নোটসহ ফেরদৌসী বেগম (৪৫) নামে জালিয়াতি চক্রের এক নারী সদস্যকে আটক করে পুলিশে দেয় গ্রাহকরা। মঙ্গলবার উপজেলা সদরের পশ্চিম বাজারস্থ ইসলামী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।

আটক ফেরদৌসী বেগম কুমিল্লার আদর্শ সদর উপজেলার দক্ষিণ চথ থিরাপুকুরপাড় এলাকার মৃত কাজী জাহাঙ্গীর আলমের স্ত্রী।

ভূক্তভোগী গ্রাহক মোরশেদা বেগম নতুন কুমিল্লাকে জানান, আমি চান্দিনা ইসলামী ব্যাংকে ৫৫ হাজার টাকা জমা দেওয়ার জন্য আসি। আমার হাতে টাকা ও জমা বই দেখে এক মহিলা এসে বলেন, ‘আপা আমার ভাংতি টাকার খুব দরকার, ব্যাংক থেকে আমাকে সব এক হাজার টাকার নোট দিয়েছে। আপনি তো টাকাগুলো জমা দিবেন, তাহলে আপনি আমাকে ৫০ হাজার টাকা ভাংতি দিয়ে দেন আর আমার এক হাজার টাকার নোটগুলো নিয়ে জমা দেন’।

আমি তার কথায় বিশ্বাস করে টাকাগুলো তাকে দিয়ে তার টাকাগুলো আমি ক্যাশ কাউন্টার জমা দিতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ বলেন, সবগুলো টাকা জাল। ফিরে দেখি ওই মহিলা দ্রুত পালিয়ে যাচ্ছে।

এ সময় ব্যাংকের অন্য গ্রাহকরা ধাওয়া করে ওই নারীকে আটক করে। ততক্ষণে আমার টাকাগুলো তার সহযোগীদের কাছে হস্তান্তর করে দেয় ফেরদৌসী। তবে তার ভ্যানিটি ব্যাগ থেকে আরও ৪৯টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ থানায় খবর দিয়ে তাকে পুলিশে দেয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শামছুল আলম নতুন কুমিল্লাকে জানান, এটি একটি সংঘবদ্ধ চক্র। ওই নারীর বিরুদ্ধে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানায় জাল নোটের মামলা রয়েছে। এ ঘটনায় তার নামে থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।

(নতুন কুমিল্লা/এমএ/এসএইচ/বুধবার, জুন ২৭, ২০১৮)

আরও পড়ুন