চির নিদ্রায় শায়িত হলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাবা, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোস্তফা আলী।
বুধবার (২৭ জুন) দুপুর আড়াইটায় তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দাফন শেষে মরহুমের কবরে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন নাঙ্গলকোট উপজেলা ভাইচ-চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. রফিকুল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। ছবি : নতুন কুমিল্লা
জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, হাইকোট্রের রেজিস্টার জাকির হোসেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. রফিকুল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রেজ্জাক সুমন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুনসহ শত শত মানুষ অংশ নেন।

সকাল ১০টায় কুমিল্লা আদালত প্রাঙ্গণে জানাজায় শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। ছবি : নতুন কুমিল্লা
দাফন শেষে মরহুমের কবরে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন নাঙ্গলকোট উপজেলা ভাইচ-চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. রফিকুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য- তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৬ জুন) বিকেল পৌনে ৪ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

নিজ গ্রামে জানাজার একাংশ। ছবি : নতুন কুমিল্লা
মৃত্যুকালে সৈয়দ মোস্তফা আলীর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী কাওসার জাহান (৮০) এবং ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
(নতুন কুমিল্লা/জেপি/ডিএম/বুধবার, জুন ২৭, ২০১৮)
আরো পড়ুন…





