কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

নিজ গ্রামে চির নিন্দ্রায় প্রধান বিচারপতির বাবা অ্যাড. মোস্তফা আলী

নিজ গ্রামে জানাজার পূর্বে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ছবি: নতুন কুমিল্লা

চির নিদ্রায় শায়িত হলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাবা, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোস্তফা আলী।

বুধবার (২৭ জুন) দুপুর আড়াইটায় তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দাফন শেষে মরহুমের কবরে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন নাঙ্গলকোট উপজেলা ভাইচ-চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. রফিকুল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। ছবি : নতুন কুমিল্লা

জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, হাইকোট্রের রেজিস্টার জাকির হোসেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. রফিকুল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রেজ্জাক সুমন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুনসহ শত শত মানুষ অংশ নেন।

 

সকাল ১০টায় কুমিল্লা আদালত প্রাঙ্গণে জানাজায় শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। ছবি : নতুন কুমিল্লা

দাফন শেষে মরহুমের কবরে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন নাঙ্গলকোট উপজেলা ভাইচ-চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. রফিকুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উল্লেখ্য- তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৬ জুন) বিকেল পৌনে ৪ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

নিজ গ্রামে জানাজার একাংশ। ছবি : নতুন কুমিল্লা

মৃত্যুকালে সৈয়দ মোস্তফা আলীর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী কাওসার জাহান (৮০) এবং ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(নতুন কুমিল্লা/জেপি/ডিএম/বুধবার, জুন ২৭, ২০১৮)

আরো পড়ুন…

বিচারপতির বাবা সৈয়দ মোস্তফা আলীর জানাজার জন্য প্রস্তুত হাজারো মানুষ
প্রধান বিচারপতির বাবা অ্যাড. সৈয়দ মোস্তফা আলী আর নেই

আরও পড়ুন