কুমিল্লা
বৃহস্পতিবার,৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১২ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

কুমিল্লায় বাংলানিউজের অষ্টম বর্ষপূর্তি উদযাপন

আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লায় লানিউজটোয়েন্টিফোর.কম এর অষ্টম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। রবিবার (১ জুলাই) সকালে আনন্দ র্যালির মাধ্যমে বর্ষপূতির উদ্বোধন করেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। র‌্যালিটি কুমিল্লা প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে সার্কিট হাউজ রোড হয়ে কুমিল্লা প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

আলোচনা সভায় রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন’র (বিটিভি) কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এবং কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক ও সমকালের স্টাফ রিপোর্টার মাসুক আলতাফ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বাংলানিউজটোয়েন্টি ফোরের স্টাফ করেসপন্ডেন্ট ইমতিয়াজ আহমেদ জিতু।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এটিএন বাংলা ও ইউএনবির প্রতিনিধি খায়রুল আহসান মানিক, সাপ্তাহিক সীমান্ত সংবাদের সম্পাদক নজরুল ইসলাম দুলাল, বাংলাভিশন ও আমাদের সময়ের স্টাফ রিপোর্টার সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি হুমায়ন কবির রণী, আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, দেশটিভির প্রতিনিধি এম ফিরোজ, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন,

বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, মোহনা টিভির প্রতিনিধি ও বর্তমান প্রতিদিনের সম্পাদক তাওহীদ হোসেন মিঠু, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খালিদ সাইফুল্লাহ, এশিয়ান টিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাঈদ, এসএ টিভির প্রতিনিধি আবু মুসা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলানিউজটোয়েন্টি ফোরের প্রতিনিধি সাইফুল ইসলাম পলাশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন এনটিভির প্রতিনিধি জালাল উদ্দিন, কুমিল্লা বার্তা অনলাইনের সম্পাদক শামসুল আলম রাজন, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মাহফুজ নান্টু, বাংলা টিভির প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, জাগো কুমিল্লা অনলাইনের সম্পাদক অমিত মজুমদার, দৈনিক আজকের কুমিল্লার
স্টাফ রিপোর্টার শাহ ইমরান, চ্যানেল ২৪ এর ক্যামেরাপারসন আশিকুর রহমান আশিক, দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার এইচ এম মহিউদ্দিন,

দৈনিক আমাদের কুমিল্লা ও সমকালের ক্যামেরাপারসন এন কে রিপন, স্টাফ রিপোর্টার মো. আলাউদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার মহিউদ্দিন ভূঁইয়া, শেয়ার বাজারের প্রতিনিধি মনির হোসেন, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক ময়নামতির ক্যামেরাপারসন জুয়েল খন্দকার, একুশে টিভির ক্যামেরাপারসন রাজিব বণিক,

বর্তমান প্রতিদিনের স্টাফ রিপোর্টার রহমত খন্দকার পলাশ ও শিমুল, সময় টিভির ক্যামেরাপারসন খোরশেদ ও রনি, দৈনিক আমাদের অর্থনীতির নাঙ্গলকোট প্রতিনিধি শরিফ আহমেদ, আইটি বিশেষজ্ঞ ইসরাফিল মোল্লা ও জহির, দৈনিক পূর্বাশার রাসেল সোহেল, বর্তমান প্রতিদিনের ক্যামেরাপারসন জাহিদুল ইসলাম কাইয়ূম, আইনজীবী রিয়াদ ওবায়েদউল্লাহ, অ্যাডভোকেট সুদীপ প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন সিটিভি অনলাইনের সম্পাদক ওমর ফারুকী তাপস।

(নতুন কুমিল্লা/এমইইউ/আরএস/রবিবার, জুলাই ০১, ২০১৮)

আরও পড়ুন