কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

ফেইসবুকে :

কুবি শিক্ষকের বিরুদ্ধে দেশ বিরােধী চক্রান্তের অভিযােগ ছাত্রলীগের

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের স্ট্যাটাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ আকবর হােসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ায় দেশ বিরােধী চক্রান্তের অভিযােগ তুলে তার অপসারণ চেয়ে লিখিত অভিযোগ করেছেন হলের একাধিক শিক্ষার্থী। এরা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত। রবিবার বিকালে হলের প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন তারা।

অভিযােগ পত্রে উল্লেখ করা হয় ৩ জুলাই কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষক মােহাম্মদ আকবর হােসেন সামাজিক যােগাযোগ মাধ্যম ফেইসবুকে দেশ বিরােধী চক্রান্ত চালিয় যাচ্ছে। এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীরা মােহাম্মদ আকবরের অপসারণ চায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ রবিবার রাতে নতুন কুমিল্লাকে বলেন, আবাসিক শিক্ষক মোহাম্মদ আকবর হােসেন দেশ বিরােধী চক্রান্তের বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেই। এরপর শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেন।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির ইলিয়াছ হোসেন সবুজ এর মুঠোফােনে যােগাযােগ করেও কথা বলা সম্ভব হয়নি।

অভিযুক্ত শিক্ষক মােহাম্মদ আকবর হােসাইনের সাথে যোগাযােগ করা হলে তিনি নতুন কুমিল্লাকে জানান, কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলাটা যদি দেশ বিরােধী হয় তাহলে আমার আর কি বলার আছ।

কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ কাজী ওমর সিদ্দিকী বলেন, লিখিত অভিযােগ পেয়েছি। যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠাবো।

(নতুন কুমিল্লা/এমইইউ/কেএম/০৮ জুলাই ২০১৮)

আরও পড়ুন