কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

দেবিদ্বারে আল-আরাফা-ইসলামী ব্যাংকের আউটলেট শাখা’র উদ্ভোধন

মোহনপুর বাজার আউটলেট শাখা’র উদ্ভোধন করেন আল-আরাফা-ইসলামী ব্যাংক'র হেড অব এস এম ই এন্ড এজেন্ট ব্যাংকিং ডিভিশন’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান আবেদ আহাম্মদ খান।

দেবিদ্বারে আল-আরাফা-ইসলামী ব্যাংক লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং’র মোহনপুর বাজার আউটলেট শাখা’র উদ্ভোধন করা হয়েছে। সোমবার (৯ জুলাই) উপজেরার মোহনপুর বাজারে মোস্তফা প্লাজা জনতা ব্যাংকের সাথে আল-আরাফা-ইসলামী ব্যাংক লিঃ’র এজেন্ট ব্যাংকিং’র মোহনপুর বাজার আউটলেট শাখা’র উদ্ভোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আল-আরাফা-ইসলামী ব্যাংক লিমিটেড’র হেড অব এস এম ই এন্ড এজেন্ট ব্যাংকিং ডিভিশন’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান আবেদ আহাম্মদ খান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবেদ আহাম্মদ খান বলেন, পানি না থাকলে তাইয়াম্মুম করে অজু করা যায়, তাইয়াম্মুম ব্যবহারকালে যদি পানি পেয়ে যাই তখন তাইয়াম্মুম ছুটে যায়। ঠিক তেমনি এ এলাকায় সরিয়া ভিত্তিক ব্যাংক ছিলনা এখন সরিয়া ভিত্তিক ব্যাংক এসেছে, এখন এব্যাংক ব্যবহারে আপনাদের ঈমানী দায়িত্ব হয়ে পড়েছে। আমরা ইসলামী সেবা দিতে এসেছি, আপনারা ইসলামী সেবা গ্রহন করুন।

আল-আরাফা-ইসলামী ব্যাংক লিঃ’র এজেন্ট ব্যাংকিং’র মোহনপুর বাজার আউটলেট শাখা’র এজেন্ট মোঃ কামরুজ্জামান’র সভাপতিত্বে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফা-ইসলামী ব্যাংক লিমিটেড’র প্রধান কার্যালয়ের এজেন্ট ব্যাংকিং ডিভিশন ফাষ্ট এ্যাসিষ্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সাখাওয়াত হোনে। স্বাগতিক বক্তব্য রাখেন আল-আরাফা-ইসলামী ব্যাংক লিমিটেড’র কুমিল্লা শাখার এভিপি ও ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোহনপুর পাবলিক কলেজ’র পরিচালনা পর্ষদ সভাপতি হাজী মোঃ ময়নাল হোসেন, ওয়াহেদপুর বাজার আউটলেট শাখার এজেন্ট হাজী মোঃ শাহ আলম, কোম্পানীগঞ্জ বাজার আউটলেট শাখা ব্যবস্থাপক হাফেজ মোঃ নেয়ামতউল্লাহ, ক্বারী মোঃ আঃ বারেক, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর উচ্চ বিদ্যালয়’র সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারী, মোহনপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।

(নতুন কুমিল্লা/জেপি/এমএ/০৯ জুলাই ২০১৮)

আরও পড়ুন