কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

এক মাস অভিযান:

কুমিল্লায় ২ কোটি টাকার মাদক ও চোরাইপণ্য জব্দ: আটক ২৮৬

ফাইল ছবি

কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ৮ হাজার ৪৫৩টি অভিযান চালিয়ে জেলা টাস্কফোর্স, পুলিশ ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী ১ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার ৩২ টাকার মাদক ও চোরাইপণ্য জব্দ করেছে। এসব অভিযানে আটক করেছে ২৮৬ জন মাদক ব্যবসায়ি ও চোরাকারবারীকে।

সূত্র জানায়, জুন মাসে কুমিল্লা জেলা পুলিশ বিভিন্ন উপজেলায় ৬ হাজার ৭শ ৫টি অভিযান চালিয়ে ৯৩ লাখ ১৩ হাজার ৬শ টাকার মাদক ও চোরাইপণ্য জব্দ করেছে। মাদক ও চোরাইপণ্য পাচারের অভিযোগে আটক করেছে ১৯৮ জনকে। মাদক ও চোরাই পণ্য সংক্রান্ত মামলা দায়ের করেছে ১৫৪টি।

বিজিবির অভিযানে জুন মাসে সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে ১ হাজার ৫শ ৬০টি অভিযান চালিয়ে ৯২ লাখ ৭৭ হাজার ৬শ ৮২ টাকার মাদক ও চোরাইপণ্য জব্দ করেছে। মাদক ও চোরাইপণ্য পাচারের অভিযোগে আটক করেছে ২৭ জনকে। এ সংক্রান্ত মামলা দায়ের করেছে ৯১টি।

জেলা টাস্কফোর্স গত জুন মাসে জেলার বিভিন্ন স্থানে ১২টি অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৫শ টাকার মাদক ও চোরাইপণ্য জব্দ করেছে। আটক করেছে ৫ জনকে। মামলা দায়ের করেছে ৩টি।

র‌্যাব-১১ গত জুন মাসে ১টি অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকার মাদক জব্দ করেছে। আটক করেছে ২ জনকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত জুন মাসে জেলার বিভিন্ন স্থানে ১শ ৭৫টি অভিযান চালিয়ে ৩ লাখ ৮৭ হাজার ২শ ৫০ টাকার মাদক ও চোরাইপণ্য জব্দ করেছে। আটক করেছে ৫৪ জনকে। মামলা দায়ের করেছে ৫৪টি।

এছাড়া গত জুন মাসে বন বিভাগ জেলার বিভিন্ন স্থানে ২৫টি অভিযান চালিয়ে ৩ লাখ ৩৫ হাজার চোরাইকাঠ জব্দ করেছে। তবে কাউকে আটক করা যায়নি।মামলা দায়ের করেছে ৭টি।

(নতুন কুমিল্লা/জেপি/এমএ/১০ জুলাই ২০১৮)

আরও পড়ুন