কুমিল্ল বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে ও বিসিএস কনফিডেন্স, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাখার সহযোগীতায় দিনব্যাপী ক্যারিয়ার আড্ডার আয়োজন করা হয়। শনিবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্বদ্যিালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয়।
ক্যারিয়ার আড্ডার প্রধান আলোচক ছিলেন ৩০তম বিসিএস এর সম্মিলিত মেধা তালিকায় ১ম ও সহকারী কমিশনার (কাস্টমস্) সুশান্ত পাল। ক্যারিয়ার আড্ডায় আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তাজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সিএসসি বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ও ৩৬ তম বিসিএস এর সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান অধিকারী ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত নাজমুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের সভাপতি ওবায়দুল হক অভিসহ সয়েন্স ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও বিসিএস কনফিডেন্স, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাখার পরিচালক মো. হানিফ ওয়াহিদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
(নতুন কুমিল্লা/জেপি/কেএইচ/১৪ জুলাই ২০১৮)





