কুমিল্লা
রবিবার,৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ

চান্দিনায় ছাত্রলীগের বিক্ষোভ

মামলার প্রতিবাদে চান্দিনায় ছাত্রলীগের ভিক্ষোভ মিছিল। ছবি: নতুন কুমিল্লা

চান্দিনা পৌর যুবলীগ ও উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রতিবাদে চান্দিনায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

রবিবার (১৫ জুলাই) বিকেলে চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় গেইট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চান্দিনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্কুল মার্কেটের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে তারা মিলিত হয়।

এসময় ছাত্রলীগ নেতারা তাদের বক্তব্যে বলেন, বৃহস্পতিবার (১২ জুলাই) এলডিপি সভাপতি কর্ণেল অলি আহমেদ এর গাড়িতে নাটকীয় হামলার অযুহাতে চান্দিনা পৌর যুবলীগ ও উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীদের অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করে এলডিপি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় আন্দলনের তীব্রতা আরও বাড়বে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, সুমন গাজী, সহ-সভাপতি ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি হাবিবুর রহমান জনি, চান্দিনা পৌর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, আরিফুল হক সাগর, পৌর ছাত্রলীগ নেতা আক্তার হোসেন রানা, লিটন গাজী, মো. রনি, মো. অনিক, ইফতেখারুল হৃদয়, রিফাত, রানা, অভি, বিল্লাল, জাহিদ, সবুজ, রাকিব, আলাউদ্দিন, জয়, রনি, মির্জা, আরাফাত, শুভ রঞ্জন প্রমুখ।

(নতুন কুমিল্লা/এইচএম/টিবি/১৫ জুলাই ২০১৮)

আরও পড়ুন…

হত্যার উদ্দেশ্যে কুমিল্লায় কর্ণেল অলি আহাম্মদের গাড়িতে হামালা

আরও পড়ুন