কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

চান্দিনায় গণপিটুনিতে ডাকাত সর্দার ইসমাইল মেম্বার নিহত

গণধোলাইয়ে নিহত ডাকাত সর্দার ইসমাইল হোসেন মেম্বার। ছবি: নতুন কুমিল্লা

চান্দিনায় ডাকাতি করা কালে স্থানিয় জনতার গণধোলাইয়ে ডাকাত সর্দার ও সাবেক ইউপি মেম্বার ইসমাইল হোসেন (৪৮) নিহত হয়েছে। সে মহিচাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। তার মূল বাড়ি মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামে। সে মাহমুদ আলীর ছেলে।

সোমবার দিবাগত রাত পৌঁনে ২টায় উপজেলার মহিচাইল ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, রাত অনুমান ১টার দিকে একদল ডাকাত বাতাবাড়ীয়া গ্রামের কৃষক চন্ডী বিশ্বাসের বাড়িতে হানা দেয়। এসময় বাড়ির লোক জনের চিৎকারে আস-পাশের লোকজন ডাকাতদলের সদস্যদের ধাওয়া করে ডাকাত সর্দার ইসমাইল হোসেনকে আটক করে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে (১৭ জুলাই) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাতাবাড়িয়া গ্রামের একাধিক বাসিন্দা নতুন কুমিল্লাকে জানান, ইসমাইল মেম্বার পদে নির্বাচন করার আগ থেকেই এলাকায় চুরি ডাকাতি ও নারী নির্যাতনের মতো অপকর্মের সাথে জড়িত ছিল। মেম্বার নির্বাচিত হওয়ার পরও থেমেনি তার এ সব অপকর্ম। ডাকাত হিসেবে গড়ে তুলেছেন নিজের পাঁচ সন্তানকেও। তার মুত্যুর খবরে এলাকাবাসী স্বস্তির নি:শ্বাস ফেলছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সামছুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, ডাকাত সর্দার ইসমাইল হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও নারী নির্যাতন সহ থানায় ৩টি মামলা রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের মঙ্গলবার সকালে কুমেকে পাঠানো হয়েছে।

(নতুন কুমিল্লা/জেপি/টিআরডি/১৭ জুলাই, ২০১৮)

আরও পড়ুন