কুমিল্লা
রবিবার,১৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কুমিল্লায় হেডফোনে কেড়ে নিল যুবকের প্রাণ

নিহত সুদিপ্ত চন্দ্র।

কুমিল্লা ট্রেনে কাটা পড়ে সুদিপ্ত চন্দ্র (১৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সুদিপ্ত হাজিগঞ্জ মডেল কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সে কুমিল্লার মহানগরীর কাপাড়িয়া পাট্টি এলাকায় ভাড়া থাকতো।

বৃহস্পতিবার (১৯ জুলই) দুপুরে আড়াইওড়া এলাকায় কর্ণফুলী ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মেজবাহ আলম নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে আড়াইওড়া এলাকায় কানে হেডফোন লাগিয়ে সুদিপ্ত রেললাইনে হাটছিল। এসময় চট্টগ্রাম থেকে ঢাকা গ্রামে কর্ণফুলী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আশা হয়েছে।

(নতুন কুমিল্লা/জেপি/এইচএম/১৯ জুলাই ২০১৮)

আরও পড়ুন