কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। বুধবার রাত থেকে দাউদকান্দি গোমতী সেতু এলাকায় শুরু হওয়া যানজট বৃহস্পতিবার সকালে এসে চরম আকার ধারণ করে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে এর দীর্ঘতাও। এ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

জানা গেছে, বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতু এলাকার ঢাকাগামী লেনে ছোট আকারে যানজট দেখা দেয়। কিন্তু রাত ফুরিয়ে সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকলে যানজটের তীব্রতাও বাড়তে থাকে। দুপুর ১২টায় এসে এ লেনের প্রায় ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দেয়। তবে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেন দিয়ে গাড়ি চলছে স্বাভাবিক গতিতে।

আনোয়ার হোসেন নামে তিসা সার্ভিসের এক যাত্রী জানান, সকাল ৮টায় কুমিল্লা থেকে বাসে উঠে দাউদকান্দি আসতেই সোয়া ১২টা বাজছে। যানজটে গাড়ি একেবারে আটকে আছে, কখন যে ঢাকায় গিয়ে পৌঁছবো উপরওয়ালাই ভালো জানেন।

যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি দাউদকান্দি মডেল থানা পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম।

দুপুর পৌনে ২টার দিকে তিনি নতুন কুমিল্লাকে জানান, দাউদকান্দির রায়পুর থেকে গোমতী সেতু এলাকা পর্যন্ত ঢাকাগামী লেনে ১৫/১৬ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এ সমস্যা নিরসনে তিনি ছাড়াও দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর হোসেন, হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদসহ অতিরিক্ত পুলিশ ফোর্স দায়িত্ব পালন করছেন বলে জানান মহিদুল ইসলাম।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ওজন স্কেলের কারণে টোল প্লাজায় আটকে যাওয়া ফোর লেনের গাড়িগুলো দুই লেনের গোমতী সেতুতে উঠতে গিয়ে এ সমস্যা দেখা দিয়েছে। গাড়ির চাপ কিছুটা কমলে যানজটও কমে আসবে বলে তিনি আশাবাদী।

(নতুন কুমিল্লা/জেপি/এইচএম/২৬ জুলাই ২০১৮)

আরও পড়ুন