কুমিল্লার দেবিদ্বারে একটি পিকআপ ভ্যানের ভেতর থেকে মহসীন হোসেন (৪৮) নামে এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১ ডিসেম্বর) ভোরে ভিরাল্লা বাসস্ট্যান্ডসংলগ্ন মসজিদ থেকে ফজরের নামাজ শেষে মুসুল্লিরা বের হয়ে মসজিদের সামনে পার্ক করা একটি পিকআপের ড্রাইভিং সিটে চালককে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মৃত চালকের মানিব্যাগ, টাকা ও কাগজপত্র অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। কাগজপত্রসূত্রে জানা যায়, নিহত মহসীন গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশের দাবি এই নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না পুলিশের। প্রাথমিকভাবে স্ট্রোকে মৃত্যুর সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তারা।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, মৃতের পরিবার এসে লাশ শনাক্ত করেছে। তার হার্টের সমস্যা ছিল। ইতিপূর্বে তার হার্টে দুটি রিং বসানো হয়েছিল। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।




