কুমিল্লা
বৃহস্পতিবার,৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১২ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে কলেজের দ্বি-মাসিক মুখপত্র ‘ক্যাম্পাস বার্তা’।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে ক্যাম্পাস বার্তা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. খালেদ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মশিউর রহমান ভূঞা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব আবদুল কুদ্দুস রাফাত।

এর আগে আগষ্ট মাসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগিতার বিচারক ছিলেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মনছুর হেল্লাল। প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শাখার শিক্ষার্থীরা অংশ নেন।

রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ১০৮ জন, যার মধ্যে ১৫ জন পুরস্কার অর্জন করেন। আবৃত্তি প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক শাখা থেকে ৩ জন এবং ডিগ্রি শাখা থেকে ৫ জন বিজয়ী নির্বাচিত হন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যাম্পাস বার্তার সম্পাদক মো. আরমান হোসেন এবং সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক মো. আবু সাঈদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক রাকিব হোসেন, দপ্তর সম্পাদক তামিম হোসেন, প্রচার সম্পাদক আফরোজা আক্তার লিজা, প্রশিক্ষণ সম্পাদক তাসনিম আক্তার মীম, সাংস্কৃতিক সম্পাদক উর্মি মজুমদার, পাঠাগার সম্পাদক নিশাদ তানভীর, ফিচার সম্পাদক রবিউস সানি ও অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন