কুমিল্লায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সহিদুল ইসলাম সবু (৪৪) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। শনিবার (২৮ জুলাই) ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত সহিদুল ইসলাম সবু জেলার সদর দক্ষিণ উপজেলার একবালিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
র্যাব ১১-এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান নতুন কুমিল্লাকে বলেন, শনিবার ভোরের দিকে সবুকে আটকের জন্য সদর উপজেলার কাপ্তানবাজার গোমতী বেড়িবাঁধ এলাকায় অভিযানে চালায় র্যাব সদস্যরা।এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়িরা।আত্মরক্ষায় র্যাব সদস্যরা ১০ রাউন্ড শর্টগানের গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটে।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সহিদুল ইসলাম সবুকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ারপর মৃত ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় বেশ কয়েকটি মাদকদ্রব্য মামলা রয়েছে বলে মেজর আতাউর রহমান জানান।
(নতুন কুমিল্লা/জেপি/এসকে/২৮ সজুলাই ২০১৮)





