কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

চৌদ্দগ্রামে জুতা ফ্যাক্টরিতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

কুমিল্লার চৌদ্দগ্রামের নানকরায় অবস্থিত ‘জিল ওয়্যারস্ লিমিটেড’ নামের জুতা ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া বেতন ও ওভারটাইমের মজুরি না দিয়ে ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করায় মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিক্ষোভ করেছে।

এর আগে সোমবার বিকেলে বিক্ষুদ্ধ শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ফ্যাক্টরিতে ভাংচুর চালায়। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে ফ্যাক্টরির বিক্ষুদ্ধ প্রায় দুই হাজার শ্রমিক তদন্ত কমিটির কাছে অভিযোগ করে-তিন মাসের ওভারটাইমের মজুরি, সঠিক সময়ে বেতন না পাওয়া ও টয়লেট বন্ধ রাখায় শ্রমিকদের প্রাত্যহিক জীবন যাত্রার সমস্যা প্রকট হয়ে পড়েছে।

নিয়মিত বেতন না পাওয়ায় শ্রমিকদের চরম কষ্ট ভোগ করতে হচ্ছে। এছাড়া শ্রমিকদের সঙ্গে আলোচনা না করেই ফ্যাক্টরির জিএম স্বপন শিকদার ইচ্ছেমতো নিয়ম-কানুন চাপিয়ে দেয়।

এজন্য শ্রমিকরা টয়লেট খোলা রাখা, বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি, নিকটতম আত্মীয়-স্বজন মারা গেলে ছুটি, কথায় কথায় গালাগালি ও নির্যাতন বন্ধের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে।

এ সময় তারা জিএম স্বপন শিকদারের পদত্যাগ দাবি করে। খবর পেয়ে তাৎক্ষণিক চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই নুরুজ্জামান হাওলাদার ও এসআই ফরিদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় তদন্ত কমিটির চেয়ারম্যান কোম্পানীর নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে নতুন কুমিল্লাকে বলেন, ‘শিগগিরই শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন