কুমিল্লা
রবিবার,৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

কুমিল্লায় আউশের বাম্পার ফলন; লক্ষ্যমাত্রার চেয়ে আড়াইগুণ বেশি

কুমিল্লা জেলায় এ বছর আউশের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে আড়াইগুণ বেশি ধান উৎপাদিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ পরিচালক দিলীপ কুমার অধিকারী নতুন কুমিল্লাকে জানিয়েছেন, এ বছর আউশ ধানের আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল যথাক্রমে ৭৩ হাজার ৮শ ৪৬ হেক্টর ও ১ লাখ ৯১ হাজার ৮শ ৭৪ মেট্রিক টন। আবাদ হয়েছে ৭১ হাজার ৬শ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে ৫ লাখ ৩৩ হগাজার ৩শ ৯৫ টন। উৎপাদিত ধান লক্ষ্যমাত্রার চেয়ে আড়াইগুণ বেশি।

খরিপ ২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা যথাক্রমে ১ লাখ ৬ হাজার ৯শ ৫০ হেক্টর ও লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৭ হাজার ৯শ ৬০ মেট্রিক টন। আমন ধানের চারা রোপণ কাজ পুরোদমে চলছে। এ পর্যন্ত প্রায় ৪৬ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে।

বিএডিসি (বীজ বিপণন) বিভাগ সূত্রে জানা যায়, ২০১৮-১৯ বর্ষে কুমিল্লা জেলায় মোট ১১১৭.৯৪২ মেট্রিক টন আমন ধান বীজ বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া খরিপ-২ মৌসুমে কুমিল্লা অঞ্চলের জন্য ১০.০০ মেট্রিক টন মানঘোষিত শ্রেণির মাশকলাই বীজের বরাদ্দ পাওয়া গেছে।

এদিকে ধানের বাজারগুলোতে ধানের ভেজাল বীজ বিক্রির অভিযোগ রয়েছে। চাষীদের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন