কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

কুমিল্লায় ইংরেজি বানানে শুদ্ধতা আসেনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে!

কুমিল্লা সিটি কর্পোরেশন ভবন/ ফাইল ছবি

সরকারি সিদ্ধান্তে বদলে গেলো দেশের অন্যতম প্রাচীন জনপদ কুমিল্লাসহ পুরাতন ৫ টি জেলার ইংরেজী বানান। চলতি বছরের ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকা)’র বৈঠকে এই পরিবর্তন আসে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখনো কুমিল্লার অধিকাংশ সরকারি বেসরকারি অফিসসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নামের শুদ্ধতা আসেনি।

এর মধ্যে উল্লেখযোগ্য কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), কুমিল্লা পাসপোর্ট অফিস, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা প্রেস ক্লাব, কুমিল্লা ক্লাবসহ অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান।

দেশের অন্যতম পুরাতন জেলা শহর কুমিল্লা। শিক্ষা, সংস্কৃতির পাদপীঠ, একসময়ের ব্যাংক-ট্যাঙ্ক এর শহর এই কুমিল্লা। এরবাইরেও নানা কারণে কুমিল্লার খ্যাতি রয়েছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও। চলতি বছরের ২৯ মার্চ বাংলা নামের সাথে সামঞ্জস্য রেখে কুমিল্লাসহ দেশের প্রাচীন ৫ টি জেলার ইংরেজী বানান পরিবর্তনের সিদ্বান্তের কথা প্রথম আলোচনায় আসে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের বক্তব্যে।

পরবর্তীতে ২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর তেজগাওঁ কার্যালয়ে নিকা’র বৈঠকে কুমিল্লাসহ বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, যশোহর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সভা শেষে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সভাকক্ষে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এন এম জিয়াউল আলম প্রেস ব্রিফিং’এ উল্লেখিত ৫ টি জেলার নাম পরিবর্তনের কথা জানান।

যেখানে comilla পাল্টে cumilla করার প্রস্তাব হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য সরকারি সিদ্ধান্তের সাড়ে ৫ মাস সময়েও কুমিল্লার অধিকাংশ সরকারি-বেসরকারি অফিস, দোকান-পাট ,ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজিতে লেখা comilla নামের স্থলে cumilla লিখা হয়নি।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর নতুন কুমিল্লাকে বলেন, মাসিক উন্নয়ন সভাসহ বিভিন্ন সভায় সবাইকে বলে দেওয়া হয়েছে ইংরেজি বানানটি পরিবর্ত করে নেয়ার জন্য। আমি অনুরোধ করবো এখনো যারা পুরাতন বানান লিখে যাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে নতুন বানান ফলো করবেন।

আরও পড়ুন