আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর কুমিল্লায় অনুষ্ঠিত হবে ২ দিনব্যাপি তথ্য মেলা। এ উপলক্ষে রবিবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লা মহানগরের ঝাউতলায় সনাক কার্যালয়ে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিসভায় তথ্য মেলা ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৮ উদযাপন এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখেন সনাক কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু, তথ্য মেলা ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন কমিটির আহবায়ক রোকেয়া বেগম শেফালী, সনাক কুমিল্লা কার্যালয়ের প্রোগ্রাম ম্যানজার মো: হুমায়ুন কবীর, এরিয়া ম্যানাজার প্রবীর দত্ত, এসিসটেন্ট ম্যানাজার (এফ এন্ড এ) এইচ এম মাইনুল হক, সনাক কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, তথ্য মেলা প্রস্তুতি কমিটির সদস্য আলহাজ্ব মো: আনিসুর রহমান আখন্দ, আইরিন মুক্তা অধিকারী প্রমুখ।
সভায় জানানো হয়, ২ দিনব্যাপি মেলার প্রথম দিন বেলা ৩টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। মেলার সময়কাল প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টায়। দ্বিতীয় দিন বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে র্যালি বের হবে। মেলায় মোট ৩৬টি স্টল থাকবে।




