কুমিল্লা
মঙ্গলবার,১৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ পৌষ, ১৪৩২ | ২৩ রজব, ১৪৪৭
শিরোনাম:

নাঙ্গলকোটে বিশেষ অভিযানে গ্রেফতার ১০

কুমিল্লার নাঙ্গলকোটে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ১০ জনকে গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। শুক্রবার (২৮ সেপ্টেম্বর ) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে

বৃহস্প্রতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় চলে এ অভিযান চালিয়ে এদের সবাইকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রায়কোট উত্তর ইউপির রায়কোট গ্রামের নুরুল আমিনের ছেলে ইউছুফ, লাকসাম উপজেলার কালিয়া চৌ-গ্রামের আবু সাইদের ছেলে জাহাঙ্গীর আলম, নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউপির নারুয়া গ্রামের মৃত. দাইমূল্যাহর ছেলে সোলেমান, বাংগড্ডা উত্তর পাড়া গ্রামের মৃত. সহিদের ছেলে আনোয়ার, মৃত. দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল, মক্রবপুর গ্রামের রবিউল হকের ছেলে শাহ আলম, পৌর সদরের চৌগুরি গ্রামের মৃত. জাকের হোসেনের ছেলে নুরু নবী, আমীর হোসেনের ছেলে আলমগীর, মৃত. মাখু মিয়ার ছেলে আলী শাহ ও হানগড়া-পদুয়া গ্রামের হাতেম আলী ভূঁইয়ার ছেলে জয়নাল আবেদিন।

নাঙ্গলকোট থানার পরিদর্শক তদন্ত আশ্রাফুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকার বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ১০ আসামিকে আটক করা হয়। শুক্রবার আটককৃত আসামিদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন