মুরাদনগর উপজেলায় বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এম. ফারুক প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করেন।
শনিবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপি বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন, শতবর্ষ পুর্তি উদ্যাপন কমিটি। শতবর্ষ পুর্তি উদ্যাপন কমিটি সভাপতি ও শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নারায়ন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উদ্যাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন শিল্প মন্ত্রনালয়ের সাবেক সচিব দেওয়ান জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, অধ্যাপক আব্দুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মজিদ, কুমিল্লা উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।
প্রাক্তণ ছাত্র নাজমুল আহসান ও আব্দুল হকের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. সুজিত রঞ্জন সাহা, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসেম হাসু, ব্যারিস্টার কামরুল হাসান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব ড. আহসানুল আলম সরকার কিশোর, দেশ পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সরকার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিনুল ইসলাম মুকুল প্রমুখ।





