কুমিল্লা
রবিবার,১১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ পৌষ, ১৪৩২ | ২১ রজব, ১৪৪৭
শিরোনাম:

আট হত্যা মামলা :

কুমিল্লায় খালেদা জিয়ার শুনানি পিছিয়ে

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজন হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়ে ৩ অক্টোবর ধার্য করেছেন আদালত। রবিবার (৩০ সেপ্টম্বর) এ হত্যা মামলার শুনানির দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলি আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ জালাল উদ্দিন ৩ অক্টোবর ধার্য করে। নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন খালেদার আইনজীবী অ্যাভোকেট কাইমুল হক রিংকু।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেছেন পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন ।এর আগে গত ২০ সেপ্টেম্বর মামলার শুনানির তারিখ পিছিয়ে ৩০ সেপ্টেম্বর ধার্য করা হয়।

অ্যাভোকেট কাইমুল হক রিংকু বলেন,‘খালেদা জিয়ার জামিনের আবেদন রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অক্টোবর মাসের ৩ তারিখ ধার্য করেছেন। আদালতের চাহিদা অনুযায়ী আজ আমরা সব কাগজপত্র জমা দিয়েছিলাম। এই মামলায় খালেদা জিয়ার নাম এফআইআরে ছিল না। শুধু মাত্র রাজনৈতিক হয়রানির জন্য রাষ্ট্রপক্ষ বার বার সময় আবেদন করছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা গেছেন, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। খালেদা জিয়াসহ ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন।

আরও পড়ুন