ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা এক যুবক (৩৪) নিহত হয়েছে। মঙ্গলবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর ব্রিজের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর ব্রিজের সাথে দ্রুতগামী একটি মোটর সাইকেল (ঢাকা মেট্রো-ল-১৩-১৬৫৮) বসন্তপুর ব্রিজের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধারে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয় বলে তিনি জানান।





