বরুড়ায় মসজিদের ইমামের রুমে মো. রাকিব হোসেন (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। বুধবার দুপুরে জহুরের নামাজ পড়তে গিয়ে ইমাম জুজরাখানায় প্রবেশ করে এ ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন উপজেলার ঝলম ইউনিয়নের ছেঙ্গাছাল গ্রামের হানিফ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ইমাম সাহেব জহুরের নাম পড়ে জুজরাখানায় প্রবেশ করলে রাকিবের ঝুলন্ত লাশ দেখে মুসল্লিদের ডাক দেন। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ নতুন কুমিল্লাকে জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





