কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরীসহ বিএনপি, জামায়াত ও শিবিরের ১০২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার (১০ অক্টোবর) বিকেল পর্যন্ত জেলাজুড়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
কুমিল্লা জেলা এসবির পুলিশ পরিদর্শক মাহবুব মোর্শেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ঘোষণাকে ঘিরে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় মঙ্গলবার থেকে কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়। আটকদের সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে।
তবে আককৃতদের নাম জানা যায়নি।





