উদীচী শিল্পী গোষ্ঠীর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল কুমিল্লায় উদীচী শিল্পী গোষ্ঠী কুমিল্লা সংসদ কেক কাটা ও প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করে। কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উদীচী শিল্পী গোষ্ঠী কুমিল্লা সংসদের উপদেষ্টা অধ্যাপক সমীর মজুমদার, সভাপতি কমরেড মফিজ উদ্দিন আহমেদ, সহ সভাপতি শেখ ফরিদ উদ্দিন আহমেদ, সম্পাদকম-লীর সদস্য রত্ম সাহা, দীপা বণিক, সুশান্ত বিশ্বাস, সদস্য কাজী নূপুর, হাসিনা আক্তার প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব।





