নানা কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১১ নভেম্বর) উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা হলরুমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য সচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক রফিকুল হোসেন, সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুপ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের আবু, সাবেক মেয়র মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আবু তাহের, যুবলীগের যুগ্ম আহবায়ক তোহিদুর রহমান, মাস্টার রফিকুল ইসলাম মজুমদার, ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমূখ।





