কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

কুমিল্লার হত্যা মামলায় খালেদার জামিন শুনানি আরও পেছাল

খালেদা জিয়া-ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় বাসের আটজন যাত্রী নিহতের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির দিন আরও পেছানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী ২৫ নভেম্বর তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন আদালত। রবিবার ((১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আবদুর রহিম এ আদেশ দেন। এর আগে দুপুরে জামিন আবেদনের শুনানি হয়।

আদালত সূত্র জানায়, ১২ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিন চেয়ে কুমিল্লার ৫ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে আবেদন দাখিল করেন আইনজীবীরা। আবেদনের ৩ দফায় অধিকতর শুনানির পর আদালতের বিচারক বিপ্লব চন্দ্র দেবনাথ ৩ অক্টোবর খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন।

১৫ অক্টোবর খালেদা জিয়ার জামিন চেয়ে তার আইজীবীরা কুমিল্লা জেলা ও দায়রা জজ কে.এম সামছুল আলমের আদালতে আবেদন করেন।

রবিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আবদুর রহিমের আদালতে এ আবেদনের শুনানি হয়। শুনানিতে খালেদা জিয়ার পক্ষের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অংশ নেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী ২৫ নভেম্বর খালেদা জিয়ার জামিন আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।

খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু নতুন কুমিল্লাকে বলেন, এই মামলার এফআইআর-এ বেগম খালেদা জিয়ার নাম নেই। তিনি এদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং বয়স্ক ও অসুস্থ মানুষ। এর আগে আমরা খালেদা জিয়ার জামিন চেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করেছিলাম। কিন্তু আদালত চার দফা শুনানির পর তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে জেলা ও দায়রা জজ আদালতে বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন দাখিল করি। রোববার আদালত আমাদের ও রাষ্ট্রপক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন বলেন, মামলাটি বিচারাধীন। তাই আদালতে বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে তার আইনজীবীদের দাখিলকৃত আবেদনের আরও শুনানির প্রয়োজন। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ২৫ নভেম্বর শুনানির দিন ধার্য করে আদেশ দেন।

উল্লেখ্য, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে বাসের সাতজন ও হাসপাতালে নেয়ার পর একজনসহ মোট আট যাত্রী মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়।

আরও পড়ুন