কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উত্তরবঙ্গের ১৬টি জেলা নিয়ে গঠিত সংগঠন উত্তরবঙ্গ ছাত্র পরিষদের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ নভেম্বর) সকাল ১২টায় বিশ্ববিদ্যালয়ের অদূরে ডায়নো পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এ মিলনমেলায় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহা. হাবিবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাপতি মো. ইমরান হোসেন, ফার্মেসি বিভাগের সভাপতি মো. এনামুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোকাদ্দেস উল আলম, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নাহিদুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক ড. মো. শাহাবুদ্দিন।





