কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

কুমিল্লায় সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান

জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর বলেছেন, জাতীয় নির্বাচনে সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনী দায়িত্বকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যাতে বিঘ্নতা না ঘটে সেদিকেও খেয়াল রাখতে হবে।নির্বাচনকালীন সময়ে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনিক নির্দেশনা মেনে কাজ করতে হবে।

রবিবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সভায় শুরুতে কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক যিনি যুগ্ম সচিব পদের পদোন্নতি পেয়ে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ে যোগদান কতে যাচ্ছেন তাকে ও পদোন্নতিপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: ফারুক হোসেনকে জেলা প্রশাসনের পক্ষে বিদায়ী অভিনন্দন জানান জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। উভয়কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন ছিদ্দিক উপ-সচিব পদে ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।

সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী।

বক্তব্য রাখেন, যুগ্ম সচিব সঞ্জয় কুমার ভৌমিক, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান মোল্লা, ব্রা‏ণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম খান সরকার, বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল খালেক চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব মো. হেলাল উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মজিদ, সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবদুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ পরিচালক দিলীপ কুমার অধিকারী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ পরিচালক মো. মানজুরুল ইসলামসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ। বক্তারা স্ব স্ব বিভাগের উন্নয়ন কর্মকা- তুলে ধরে বক্তব্য রাখেন।

আরও পড়ুন