পৈত্রিক সম্পত্তি রক্ষায় আত্মহত্যার হুমকি দিয়ে টমছমব্রীজস্থ রাজা কামালের ফেইসবুকে আপলোড করা ভিডিওতে জৈনিক সার্জেন্ট আলমের বরাত দিয়ে মাননীয় পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপির নাম ব্যবহার করায় বিব্রত হয়েছেন মন্ত্রীসহ তাঁর পরিবার।

এঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে ১৭ নভেম্বর রাতে মন্ত্রীর পক্ষে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সাধারন ডায়েরী (নং ৯৫৩) করেন মন্ত্রীর ছোট ভাই ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার।
জিডিতে উল্লেখ করা হয়, মন্ত্রী মহোদয় বা তাঁর পরিবারের কেউ সংশ্লিষ্ট সম্পত্তির বিষয়ে কিছুই জানেন না এবং তাঁদের পক্ষ থেকে কাউকে পাঠানো হয়নি।





