কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ সোমবার ( ১৯ নভেম্বর) ভোরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকার রাস্তায় চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাসী চালিয়ে ৪শ’৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।
আটকরা হলেন, জেলার মুরাদনগর উপজেলার মোছাকারা (দরি পাড়া) গ্রামের মহর আলীর পুত্র মোঃ নাসির (২৫) ও সুনামগঞ্জ সদর থানাধীন বালিকান্দি গ্রামের মৃত মোসলেম মিয়ার পুত্র মোঃ দেলোয়ার মিয়া (৩২)। করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাস যোগে ইয়াবার চালান আসছে এ খবরে সোমবার ভোর রাতে দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই ইকতার মিয়া সঙ্গীয় ফোর্সসহ ফাঁড়ীর সামনে রাস্তায় চেকপোস্ট বসায়। ভোর পৌনে ৬ টায় চট্টগ্রাম থেকে নবীনগরগামী প্রান্তিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব ১৪-৯৯৮৯) থামিয়ে যাত্রীদের তল্লাসী করে দুই যুবকের কাছ থেকে ৪’শ ৩০ পিস ইয়াবা জব্দ করে। এ সময় পুলিশ দুই যুবককে আটক করে।
এ ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কেনস্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।






