কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

একাদশ সংসদ নির্বাচন:

কুমিল্লায় ১১ প্রার্থী স্বশিক্ষিত, সাক্ষরজ্ঞানসম্পন্ন ২ জন

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ১৩৪ জন প্রার্থীর মধ্যে ১১৮ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত। ১১ জন স্বশিক্ষিত ও ২ জন সাক্ষরজ্ঞানসম্পন্ন। ২ জন প্রার্থী পঞ্চম ও সপ্তম শ্রেণি পাস করেছেন। একজন এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।

হলফনামার ১ নম্বর অনুচ্ছেদে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার কলামে প্রার্থীরা নিজেরাই এ তথ্য উল্লেখ করেছেন।

হলফনামার নথি ঘেঁটে দেখা গেছে, ওই ১৩৪ জন প্রার্থীর মধ্যে ১১৮ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত। বাকি ১৬ জন এসএসসি পাস করতে পারেননি।

কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে

তাঁদের মধ্যে কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে জাকের পার্টির প্রার্থী আবদুল লতিফ স্বশিক্ষিত ও মুসলিম লীগের প্রার্থী নূরে আলম ভূঁইয়া ১৯৮৫ সালে এসএসসিতে অকৃতকার্য। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মো. হেলালউদ্দিন, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. কামাল উদ্দিন ভূঞা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. নজরুল ইসলাম ও জাতীয় পার্টির আক্তার হোসেন স্বশিক্ষিত এবং জাতীয় পার্টির (জাপা) আলমগীর হোসেন পঞ্চম শ্রেণি ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সপ্তম শ্রেণি পাস করেছেন। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি—রব) আবদুল মালেক ও ইসলামী আন্দোলনের মো. বেন ইয়ামিন সরকার স্বশিক্ষিত।

কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম ইদ্রিস স্বশিক্ষিত। কুমিল্লা-৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মো. শাহজাহান সিরাজ সাক্ষরজ্ঞানসম্পন্ন। কুমিল্লা-৮ আসনে ইসলামী আন্দোলনের মিজানুর রহমান স্বশিক্ষিত ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. আহসান উল্লাহ সাক্ষরজ্ঞানসম্পন্ন। কুমিল্লা-৯ আসনে ইসলামী আন্দোলনের সেলিম মাহমুদ স্বশিক্ষিত। কুমিল্লা-১১ আসনে বিকল্পধারা বাংলাদেশের শামছুল হক জেহাদীও স্বশিক্ষিত।

আরও পড়ুন