কুমিল্লা
শুক্রবার,৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

ভোট কেন্দ্র পাহারা দিন, নিশ্চিত ভরাডুবি হবে : ড. মোশাররফ

‘নির্বাচন নিয়ে সরকারের গভীর ষড়যন্ত্র গণজোয়ারে ভেসে যাবে। জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে’। এমন মন্তব্য করেছেন কুমিল্লা-১ ও ২ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

ড. মোশাররফ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আওয়ামী লীগের এমপিদের কথামতো প্রশাসন চলছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।

কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে

সোমবার নির্বাচনী প্রচারণার শুরুর দিনে ড. মোশাররফ দাউদকান্দি ঈদগাহ ময়দানে এক বিশাল মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ এখন ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে নিশ্চিত ভরাডুবি হবে আঁচ করতে পেরে সরকার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে সরকারের ষড়যন্ত্রের জবাব দিন। ভোট গণনা পর্যন্ত কেন্দ্র পাহারা দিন, নিশ্চিত থাকুন আওয়ামী লীগের ভরাডুবি হবে।

দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এ মিছিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি একেএম শামসুল হক।

বিশাল এ মিছিলে নেতৃত্ব দেন ড.খন্দকার মোশাররফ হোসেন। বিকেল ৩টায় মিছিলটি ঈদগাহ থেকে শুরু হয়ে দাউদকান্দি সদর ও দোনারচর এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। এর আগে তিনি দিনভর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।

আরও পড়ুন