কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

চান্দিনা মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চান্দিনায় নানা আয়োজনে উদযাপিত হলো চান্দিনা মুক্ত দিবস। সোমবার (১২ ডিসেম্বর) সকালে চান্দিনা উপজেলা পাক-হানাদার মুক্ত দিবস উপলক্ষে চান্দিনা শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ, বিজয় র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

ভোরে পুস্পার্ঘ্য অর্পণ শেষে বিজয় র‌্যালি চান্দিনা উপজেলা চত্বর হতে আরম্ভ করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। বেলা ১১ টায় চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে চান্দিনা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়া।

সভায় অন্যদের মধ্যে রাখেন- কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউল ইসলাম বাবুল, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা আইন বিষয়ক সম্পাদক মো. আল আমিন, বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন, আবদুল জব্বার, মো.খলিলুর রহমান বাঙ্গালী।

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রেজা খোকন, চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ এর সাবেক উপাধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাস, মুক্তিযোদ্ধার সন্তান মো.মেহেদী হাসান প্রমুখ।

আরও পড়ুন