কুমিল্লা
বুধবার,৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ অগ্রহায়ণ, ১৪৩২ | ১১ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

ইনস্টাগ্রামে যুক্ত হল আকর্ষণীয় ফিচার

ইনস্টাগ্রামে যুক্ত হল আকর্ষণীয় ফিচার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কাউকে বার্তা পাঠাতে হলে আর কষ্ট করে কিপ্যাডে টাইপ করার প্রয়োজন হয় না। শুধু ভয়েস মেসেজ বোতামটি টিপে ধরে মুখে বললেই মেসেজ হিসেবে তা পৌঁছে যায় গ্রাহকের কাছে।

প্রযুক্তির কল্যাণে এখন এতটাই সহজ হয়ে গিয়েছে জীবন। যদিও এই সুবিধা এখনও পর্যন্ত ছিল না ইনস্টাগ্রামে। তবে এই প্ল্যাটফর্মের ইউজারদের জন্যও এবার সুখবর। কারণ ভয়েস মেসেজের সুবিধা এবার মিলবে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

কীভাবে নিজের প্রিয়জনকে ভয়েস মেসেজ পাঠাবেন?

একটি ভিডিওর মাধ্যমে তা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে ইনস্টাগ্রাম। ফেসবুকের মতো এই প্ল্যাটফর্মেও রয়েছে মেসেজের একটি অপশন। যেখানে টাইপ করে যেমন বার্তা পাঠানো যায়, তেমনই পাঠানো যায় ছবি কিংবা ভিডিও। এবার সেখানেই যুক্ত হল নতুন একটি অপশন। ভয়েস মেসেজ। মাইক্রোফোনের আইকনটি চেপে ধরে বন্ধু-বান্ধব। কিংবা পরিবারের মানুষকে যে কোনও বার্তা পৌঁছে দিন মুখে বলেই। এতে সময় ও খাটনি দুই-ই বাঁচবে।

যতদিন যাচ্ছে ততই বাড়ছে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা। নতুন নতুন ফিচার এনে ইউজারদের আকর্ষণও বাড়িয়ে চলেছে এই সোশ্যাল মিডিয়া।

সম্প্রতি জানানো হয়েছিল, এবার কোনও পোস্ট অনায়াসে নিজের ওয়ালে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। আর এবার তাদের নবতম সংযোজন ভয়েস মেসেজ। নিজেদের পছন্দের সোশ্যাল প্ল্যাটফর্মে নতুন ফিচারটি পেয়ে খুশি ইউজাররাও।

আগামী দিনে যে আরও মজাদার ফিচার যোগ হবে, সে ইঙ্গিতও দিয়ে রেখেছে ইনস্টাগ্রাম।

আরও পড়ুন