কুমিল্লা
মঙ্গলবার,১৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৭

কুমিল্লায় নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

কুমিল্লা সদর দক্ষিণে নিখোঁজের একদিন পর নাবিলা (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার গলিয়ারা ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে তার বাড়ির পাশে নির্মাণাধীন একটি ভবনের পাশে থেকে মৃতদেহটি উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। নিহত নাবিলা ওই গ্রামের আবুল কালামের মেয়ে।

কুমিল্লা জেলা জুড়ে একাশদ নির্বাচনের সব খবর জানুন এক ক্লিকে

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণধর নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তার হত্যা করে লাশ এখানে ফেলে যায়।

মঙ্গলবার বিকেলে এ রিপোর্ট লিখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা বা অভিযোগ করা হয়নি।

আরও পড়ুন