কুমিল্লা
শুক্রবার,১৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯ কার্তিক, ১৪৩২ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৭

নতুন মন্ত্রীদের কাকে কোন মন্ত্রণালয় দেয়া হয়েছে

আগেই জানানো হয়েছে নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন।মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানা গেছে।

ইতোমধ্যে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য যারা ফোন পেয়েছেন তারা হলেন- ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), আসাদুজ্জামান খাঁন কামাল (স্বরাষ্ট্র), আনিসুল হক (আইন), আ হ ম মুস্তফা কামাল (অর্থ), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ), ডা. দীপু মণি (শিক্ষা), ড. আব্দুর রাজ্জাক (কৃষি), তাজুল ইসলাম (এলজিআরডি), এম এ মান্নান (পরিকল্পনা), এনামুল হক শামীম (উপমন্ত্রী, পানিসম্পদ),

মহিবুল হাসান চৌধুরী নওফেল (প্রতিমন্ত্রী, শিক্ষা), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), শ. ম. রেজাউল করিম (গণপূর্ত), শাহাবুদ্দিন (পরিবেশ), টিপু মুন্সী (বাণিজ্য), গোলাম দস্তগীর গাজী (পাট ও বস্ত্র), ডা. এনামুর রহমান (প্রতিমন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ), হাসান মাহমুদ (তথ্য), ড. এ কে আব্দুল মোমেন (পররাষ্ট্র), জাহিদ মালেক স্বপন (স্বাস্থ্য), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ), বীর বাহাদুর ঊ শৈ সিং (পার্বত্য), সাইফুজ্জামান চৌধুরী জাভেদ (ভূমি), মোস্তাফা জব্বার (ডাক ও টেলিযোগ), খালিদ মাহমুদ চৌধুরী (নৌপরিবহন),

মন্নুজান সুফিয়ান (শ্রম), নুরুল মজিদ মাহমুদ (শিল্প), কামাল আহমেদ মজুমদার (প্রতিমন্ত্রী, শিল্প), কে এম খালিদ (সংস্কৃতি), নুরুল ইসলাম সুজন (রেলপথ), নসরুল হামিদ বিপু (বিদ্যুৎ), আশরাফ আলী খান খসরু (মৎস্য), শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (ধর্ম), জুনাইদ আহমেদ পলক (প্রতিমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি), স্বপন ভট্টাচার্য (প্রতিমন্ত্রী, এলজিআরডি), শাহরিয়ার আলম (পররাষ্ট্র), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), প্রমুখ।

বিস্তারিত আসছে..

আরও পড়ুন