কুমিল্লা
রবিবার,৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা নাঙ্গলকোটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তারের যোগদান নাঙ্গলকোটে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষধ বিতরণ

কুমিল্লায় ব্যাংক চুরির ঘটনায় সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

পদুয়ার বাজার বিশ্বরোডস্থ সোনালী ব্যাংকে অভিনব চুরির ঘটনায় লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আজগর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, সরকারের একটি বাড়ী একটি খামার (পল্লী সঞ্চয় ব্যাংক) প্রকল্পের সদর দক্ষিণ উপজেলা শাখার অফিস সহায়ক ওমর ফারুক গত ১২/০৮/১৮ইং সোয়া ৩টায় সোনালী ব্যাংকের পদুয়ার বাজার বিশ্বরোডস্থ শাখার অফিসের নিজস্ব একাউন্ট থেকে ৩লক্ষ ৪০ হাজার টাকা উত্তোলন করেন।

উত্তোলনকৃত টাকাগুলো গুণতে গিয়ে দেখেন কয়েকটি নোট নষ্ট। ওই সময় ওমর ফারুক বাকী টাকা গুলো ব্যাগে রেখে নষ্ট নোটগুলো পরিবর্তনের জন্য ক্যাশ কাউন্টারে যায়। এ সুযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতা আজগর আলী ব্যাগ থেকে ১ লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায়। এঘটনায় ব্যাংকের সিসি ক্যামরায় চুরির ঘটনাটি ভিডিও হলেও আজগরকে সনাক্ত করা সম্ভব হয়নি।

গত ৭ জানুয়ারি আজগর আলী পূণরায় চুরির উদ্দেশ্যে সোনালী ব্যাংকে প্রবেশ করলে ম্যানেজার ব্যংকের গেইট আটকিয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে এএসআই জহির সঙ্গীয় ফোর্স নিয়ে আজগরকে গ্রেফতার করে। এঘটনায় ৮ জানুয়ারি পল্লী সঞ্চয় ব্যাংকের অফিস সহায়ক ওমর ফারুক বাদী হয়ে আজগরসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা (নং-০৫) দায়ের করে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ বলেন, ব্যাংকে চুরির অভিযোগে আজগর নামে একজন কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন