কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

নাঙ্গলকোটে কালের কন্ঠ’র জন্মদিন পালিত

‘শুভ কাজে সবার পাশে’ এ শ্লোগানকে বুকে লালন করে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) কালের কন্ঠ’র শুভ সংঘের বন্ধুরা কুমিল্লার নাঙ্গলকোটে দৈনিক কালের কন্ঠ’র ১০তম জন্মদিন পালন করেছে।

শুভ সংঘের নাঙ্গলকোট উপজেলা সভাপতি এ কে এম মারুফ হোসেনের সভাপতিত্বে রওশন রফিক একাডেমী মিলনায়তনে জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ একেএম কামারুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ’র নাঙ্গলকোট প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর সাদেক হোসেন, এমরান হোসেন বাহার, শুভ সংঘের সহ-সভাপতি এম এ বেলাল হোসেন, ছামেলী আক্তার, উপদেষ্টা হানিফ রানা, কালের কন্ঠ’র শুভ সংঘের সাধারণ সম্পাদক দুলাল মিয়া, নাঙ্গলকোট উপজেলা রাইটার্স এ্যাসোসিয়েশন সভাপতি মাষ্টার তাজুল ইসলাম, সাংবাদিক বারী উদ্দিন আহমেদ বাবর, নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবু জাফর মজুমদার, মাওলানা ইউছুফ, মেহিদি হাসান ও রাসেল প্রমুখ।

প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য একেএম কামারুজ্জামানসহ অতিথিবৃন্দ কেক কেটে কালের কন্ঠ’র জন্ম দিন পালন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে, বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করে পাঠকদের আস্থা অর্জন করার জন্য কালের কন্ঠ’র পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। তিনি শুভ সংঘের উদ্যোগে মাদক নির্মুল, বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখার জন্য শুভ সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন