কুমিল্লা
সোমবার,১২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ পৌষ, ১৪৩২ | ২২ রজব, ১৪৪৭
শিরোনাম:

বরুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

কুমিল্লার বরুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতের পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, উপজেলার নরিন্দ গ্রামের সৌদি আরব প্রবাসী সুমন মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজ ঘর থেকে বৈদ্যুতিক তার জানালা দিয়ে সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। স্বজনরা তাকে চিকিৎসার জন্য প্রথমে উপজেলার বেসরকারি হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাহিমা আক্তার নামে পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে তার।

আরও পড়ুন