কুমিল্লা
সোমবার,৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৬ জমাদিউস সানি, ১৪৪৭
শিরোনাম:
৮ ডিসেম্বর যেভাবে মুক্ত হয় কুমিল্লা শিক্ষার্থীরা পুরাতন ধাচের রাজনীতি প্রত্যাখান করেছে : শিবির সভাপতি খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুমিল্লায় ধারাবাহিক কুরআন খতম ও দোয়া কুমিল্লায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসবেন ৫ দেশের ক্বারী যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, আমার জন্য দোয়া করবেন : হাসনাত খালেদা জিয়ার জানের সদকা ১৬টি ছাগল দান করলেন হাজী ইয়াছিন হাজী ইয়াছিনের দোয়ার আয়োজনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিক্টোরিয়া কলেজে রবীন্দ্র–নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৭ বছর কে কোথায় ছিল, আমরা দেখেছি: হাসনাত কুমিল্লায় ‘কমিউনিটি এন্টারপ্রাইজ পদ্ধতিতে অ্যাগ্রোইকোলজি উন্নয়ন’ কর্মশালা

কুমিল্লায় ৪ ঘন্টার মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর , জেলা পুলিশ , ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে যৌথ ভাবে নগরীর কয়েকটি স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবী,মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে সাজা ও জরিমানা করা হয়।

বুধবার (২৩ জানুয়ারি ) রাত সাড়ে ৭ টা থেকে সাড়ে ১১ টায় পর্যন্ত প্রায় ৪ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার ও কুমিল্লা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর এমদাদুল্লাহ।

প্রথমে অভিযান পরিচালনা করা হয় কুমিল্লা রেল স্টেশন এলাকায় । মদ সেবনের সময় ৪ জনকে হাতে -নাতে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমান মদ উদ্ধার করা হয়।

পরবর্তীতে অভিযান পরিচালনা করা হয় নগরীর ছোটরা মফিজাবাদ কলোনী এলাকায় । এ সময় ইয়াবা ও যৌন উত্তেজক ওষুধসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তারা হলেন, মফিজাবাদ কলোনী এলাকার মৃত আব্দুল রউফের মেয়ে ইয়াবা ব্যবসায়ী শাহিদা আক্তর (৩৫), একই এলাকার তাহাজ্জত আলীর ছেলে মো: ছবুর (৪০)। অভিযান শেষে উদ্ধারকৃত মদ ও ইয়াবা কুমিল্লা জেলাপ্রশাসনের কার্যালয়ের সামনে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার নতুন কুমিল্লাকে বলেন, মফিজাবাদ কলোনী থেকে ইয়াবাসহ আটককৃত দুই মাদক ব্যবাসীকে ৬ মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে এবং রেল স্টেশন এলাকা থেকে আটককৃত ৪ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন