কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবুদ মিয়া (৮০) নামে একজন কৃষক নিহত হয়েছেন। সোমবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার খাড়াতাইয়া গাজীপুরে সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে য়ায়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়। তবে ঘাতক ট্রাকের চালক ও পেলপার কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।






